বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখা’র সভাপতি ও সাধারন সম্পাদক পদ প্রত্যাশীদের নিকট জীবনবৃত্তান্ত আহ্বান করেছেন কেন্দ্রীয় যুবলীগ।
২০ ফেব্রুয়ারীর মধ্যে সভাপতি ও সাধারন সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার শেষ সময়।এসময়ের মধ্যে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন কেন্দ্রীয় যুবলীগ।
এরই ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারী জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় যুবলীগের প্রধান কার্যালয়ে দপ্তর শাখায় জমা দেন নাহিদ আক্তার নাহান।তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে সদস্য।
জীবন বৃত্তান্ত জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক ও বর্তমান শতাধিক সদস্য।
উল্লেখ্য,আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অংগ-সংগঠনকে সুসংগঠিত করতে নিরলস কাজ করে যাচ্ছে দলটির শীর্ষ নেতৃবৃন্দরা।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগরকে সুসংগঠিত করতে নির্দেশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
গত ১৫ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হাসান খান নিখিল এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেন।
ঐ নির্দেশনায় বলা হয়েছে,রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে শুধুমাত্র সভাপতি/সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।