ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত মারা গেছে ৪৭ হাজারের বেশি মানুষ। আর্তদের সাহায্যার্থে বিশ্বের নানা প্রান্ত থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। এবার সেই কাজে এগিয়ে এলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনি।
তিনি জানান, তার প্রসাধনী সংস্থার আয়ের একটা অংশ তিনি ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ত্রাণের কাজে ব্যয় করবেন। গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের মধ্য ও দক্ষিণাঞ্চল। কম্পন অনুভূত হয় সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলেও।
প্রথম কম্পনের প্রায় ৯ ঘণ্টা পরে ফের কেঁপে ওঠে তুরস্কের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭.৭। এখানেই শেষ হয়, ভূমিকম্পের পরে প্রায় ২ হাজারের বেশি কম্পন (আফটারশক) অনুভূত হয় গোটা তুরস্ক ও সিরিয়াজুড়ে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী সানি লিওনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। অভিনেত্রীর প্রসাধনী সংস্থা ‘স্টারস্ট্রাক বাই এসএল’-এর আয়ের ১০ শতাংশ ত্রাণের কাজে দান করার ঘোষণা দিয়েছেন এ দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়ে সানি লেখেন, ভূমিকম্পের পরে আমরা আবার একসঙ্গে উঠে দাঁড়াতে পারব। এই সময় আর্তদের সাহায্যার্থে সবার এগিয়ে আসা উচিত।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।