চরভদ্রাসন সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ‘বাংলাদেশ প্রেসক্লাব’র চরভদ্রাসন উপজেলা শাখা আহবায়ক কমিটি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহবায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব আঃ ওহাব মোল্যা, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো.এনামুল হক, যুগ্ন-আহবায়ক মো. মনিরুজ্জামান পান্নু, যুগ্ন-আহবায়ক মো. রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু, অর্থ-সম্পাদক আল শাহরিয়ার হোসেন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, ইউপি’ সদস্য মো. সরোয়ার হোসেন সহ আরো অন্যান্য প্রমূখ।
সংগঠনটির আহবায়ক মনির হোসেন পিন্টু জানান, উপজেলায় ‘বাংলাদেশ প্রেসক্লাব’ চরভদ্রাসন শাখা আহবায়ক কমিটিটির অনুমোদন পাওয়ার পর, এই প্রথম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সংগঠনটির আত্নপোকাশ ঘটলো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।