জসিম উদ্দিন;খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ প্রাণের বিনিময়ে পাওয়া ভাষা শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বাধ্যতামূলক থাকলেও দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সরেজমিনে সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক অফিস,উপজেলা নির্বাচন অফিস, সমাজসেবা অফিস,মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস,আনসার ও ভিডিপি অফিস, উপজেলা বন বিভাগ অফিস ,উপজেলা সমবায় অফিস,উপজেলা দারিদ্র্য বিমোচন অফিস, উপজেলা মৎস্য অফিস এমনকি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসেও জাতীয় পতাকা উত্তোলন করা হয় নি।
এছাড়াও উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও অর্ধনমিত পাওয়া যায়নি। জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ জাতীয় পতাকা ব্যবহারের বিভিন্ন বিধিবিধান বর্ণিত হয়েছে। জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের নিদর্শন। তাই সব সরকারি ভবন, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সব কর্মদিবসে পতাকা উত্তোলনের বিধান রয়েছে। জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) বিধি মোতাবেক জাতীয় পতাকাবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শাস্তি এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।