সাইফুর নিশাদ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগর এলাকায় বাস চাপায় আব্দুর সাত্তার (২৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টা দিকে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর সাত্তার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের বঙ্গারটেক গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত আব্দুর সাত্তার কামারটেক এলাকায় একটি ওয়ার্কশপ এর দোকানে কাজ করতো। আজ সকাল সাড়ে ১০ টার দিকে সৃষ্টিগর এলাকায় রাস্তা পারাপারের সময় সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূর হায়দার তালুকদার জানান, বাস চাপায় একজন মারা গেছে। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।