যশোরে মোটরসাইকেল দূর্ঘটনায় মোহাম্মদ আকিমুল (১৬৯০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে যশোর – বেনাপোল মহাসড়কের কৃষ্ণবাটি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য আকিমুল বেনাপোলের মাহিদিয়া গ্রামের মুক্তার আলী গাজীর ছেলে। তিনি যশোর জেলা পুলিশের ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি মাহিদিয়া যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।