যশোরের কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়ায় ৫ দিন ব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বইমেলার শুভ উদ্বোধন করেন যশোর-৬ কেশবপুরের সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার। এছাড়াও পাঁজিয়া বইমেলার স্মরণিকা অক্ষর ও পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের যৌথ প্রকাশনা ত্রৈমাসিক সাহিত্য ও গবেষণা বিষয়ক পত্রিকা ইংগিত নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জসীম উদ্দীন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, পাঁজিয়া ডিগ্রি কলেজর অধ্যক্ষ মোঃ রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মুকুল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম হ্যাপী, সদস্য রেজাউল ইসলাম, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুবোল দেবনাথ, আলী আব্বাস, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আলবাহার, যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাস্টার প্রভাত কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা পরিতোষ দত্ত, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শহিদুল সরদার, প্রাক্তন ইউপি সদস্য শম্ভুনাথ বসু, পাঁজিয়া বইমেলা কমিটির প্রাক্তন সভাপতি জাকির হোসেন লাল্টু।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ন-আহবায়ক আবু সাঈদ লাভলু, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সহ-সভাপতি বাবুর আলী গোলদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক ও পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ মাসুদা বেগম বিউটি, পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয়, প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াজ লিটন সহ বইমেলা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কবি সাহিত্যিক সহ নানা শ্রেণী-পেশার মানুষ মেলাতে আসেন।
আলোচনা সভা শেষে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।