ঢাকা প্রতিনিধি:-
গতকাল ২৩ ফেব্রুয়ারি ২০২৩ইং বৃহস্পতিবার রাত আটটায় অমর একুশে বইমেলায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবারের প্রকাশিত বই নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: জাকিউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কথাসাহিত্যিক ড. ইশরাত তানিয়া, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাকিরা পারভীন, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী, তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও সাহিত্য ফোরামের সভাপতি আসাদউল্লাহ চৌধুরী ও কম্পিউটার সাইন্স বিভাগের শিক্ষার্থী আব্দুল মুঈদ।
আলোচনা অনুষ্ঠানে আলোচকদের প্রকাশিত বই নিয়ে গুরুত্বপূর্ণ কথা উঠে আসে, উঠে আসে লেখালেখিতে তাদের সম্পৃক্ত হওয়ার শুরুর গল্প।
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাকিরা পারভীন বলেন-“আমার নগ্ন সেতার সহ কয়েকটি বই প্রকাশ হয়েছে। শুধু আমার বই পড়তে হবে বিষয়টা তা না, শিক্ষার্থীদের বইমেলায় আসা উচিৎ, সময় দেওয়া উচিৎ, সবার বই দেখার মাঝেও অনেক কিছু শেখার আছে।”
“গল্পটি ছাইয়ের এমনকি ডিমের কুসুমের” বইটির রচয়িতা ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশরাত তানিয়া বলেন-“স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় প্রশাসন বইমেলা এবং স্টামফোর্ড নিয়ে এই অনুষ্ঠানটির আয়োজন গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মাঝে লেখালেখি নিয়ে এবং স্টামফোর্ড পরিবারের বইমেলায় অংশগ্রহণ নিয়ে ইতিবাচক ধারণা তৈরি হবে।”
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী বলেন-“ডিজিটাল সিনেমাটোগ্রাফি বইটি আমার একাডেমিক বই, শিক্ষার্থীদের আগ্রহ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজন আমাকে আরো লিখতে উৎসাহিত করছে।”
শিক্ষার্থীরাও তাদের নানান অভিজ্ঞতার কথা জানান।
উপস্থাপক জাকিউর রহমান জানান-“বইমেলা নিয়ে এই আলোচনায় আমরা স্টামফোর্ড পরিবারকে গুরুত্ব দিয়েছি। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে আমরা কবি/লেখকদের বিভিন্ন আলোচনার মাধ্যমে স্টামফোর্ডেরই গুরুত্ব তুলে আনার চেষ্টা করেছি এবং শিক্ষার্থীদের সাথে নিজের বিশ্ববিদ্যালয়ের কবি/লেখকদের একটা সমন্বয় ঘটানোর প্রচেষ্টা করেছি।”
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জনসংযোগ বিভাগ এই আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।