মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। নির্বাচন শেষে রাত ৯টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. নুরুল ইসলাম।
ঘোষিত ফল অনুযায়ী, জেলা আইনজীবী সমিতির ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদে সাধারণ সম্পাদকসহ আট পদে জয়লাভ করেছে
আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল। অন্যদিকে সভাপতিসহ পাঁচ পদে জয়লাভ করেছে বিএনপি ও
সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল। আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত
ব্যক্তিরা হলেন হরিদাস সাহা (সহসভাপতি), মোহাম্মদ রোকনুজ্জামান রোকন (সহসভাপতি), মো. মমতাজ উদ্দিন মুন্না (সাধারণ সম্পাদক),
মোহাম্মদ খোরশেদ আলম (সহসাধারণ সম্পাদক) ও মোহাম্মদ রেদওয়ানুল হক আবীর (সহসাধারণ সম্পাদক), মো. আশরাফুজ্জামান (ক্রীড়া ও
সাংস্কৃতিক সম্পাদক), পলাশ কুমার নন্দী (অডিটর) ও এম চান মিয়া সরকার (নির্বাহী সদস্য)।
অন্যদিকে বিএনপি ও সমমনাদের সমর্থিত ঐক্য পরিষদ থেকে নির্বাচিত ব্যক্তিরা হলেন এম কে মুরাদুজ্জামান (সভাপতি), মুক্তারোজ্জামান মুক্তার (সাহিত্য ও পাঠাগার সম্পাদক), এস আর জয় (নির্বাহী সদস্য), ফয়সাল আহমেদ নূর (নির্বাহী সদস্য) ও শাহরিয়ার হোসেন আরিফ (নির্বাহী সদস্য)।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।