মোঃ ফারুক হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, উদ্বোধন সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বদলগাছীর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিনব্যাপী স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা সমবায় অফিসার লুৎফর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডাঃ সুশান্ত দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ নাজমুল হক, এলইও রুবাইদা সাবিকুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, বদলগাছী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, এমপির প্রতিনিধি হিসেবে যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মথরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফএফসহ খামারী ও অতিথি বৃন্দ।
প্রধান অতিথি আগ্রহী খামারী/প্রতিষ্ঠান/উদ্যোক্তারা বিভিন্ন ধরনের উন্নত জাতের, গাভী, বাছুর, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, সৌখিন পাখি, উৎপাদিত দুগ্ধজাত পণ্য উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত পণ্যের স্টল প্রদর্শন করেন। এসব স্টল থেকে বিভিন্ন কাটাগরিতে অংশগ্রহণকারী খামারীদের ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও নগদ অর্থ বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।