রবীন্দ্রনাথ সরকার রিপন, রংপুর জেলা প্রতিনিধিঃ বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে গংগাচড়া উপজেলা আওয়ামী লীগ।শনিবার বিকাল ৪টা থেকে গংগাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির আমলে হরতাল অবরোধসহ পেট্রোল-বোমা দিয়ে মানুষকে পুড়িয়ে মারার ধ্বংসযজ্ঞ জনগণ দেখেছে। তাই বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন। ২০২৪ সালের নির্বাচনে ষড়যন্ত্র করে আবারও ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে বিএনপি। এই অপরাজনীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এসময় শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন এইচ এন আশিকুর রহমান এমপি, কোষাধ্যক্ষ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এ্যাড সফুরা বেগম, সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যালয়,এ্যাড হোসেনেয়ারা লুৎফা ডালিয়া, সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,এ কে এম ছায়াদত হোসেন বকুল, আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখা, অধ্যাপক মাজেদ আলী বাবুল,যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা। আলহাজ্ব জয়নাল আবেদীন, এড আনোয়ারুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগের সকল সদস্য।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ গংগাচড়া উপজেলা শাখা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওমীলীগ গংগাচড়া উপজেলা শাখা। শেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।