হুট করেই টেস্ট থেকে অবসর নেওয়ায় মাহমুদউল্লাহকে কোনো সংবর্ধনা দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মাহমুদউল্লাহ যদি টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে থেকে অবসর নিতে চায়, তাহলে সংবর্ধনার আয়োজন করবে বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে কথা হয়েছে বলেও জানান পাপন, ‘আমি কয়েক দিন আগে মাহমুদউল্লাহকে ফোন করে বলেছিলাম, তোমার যদি অবসর নেওয়ার কোনো পরিকল্পনা থাকে দয়া করে আমাদের জানাও। কারণ আমরা এমন একটা সুযোগ সৃষ্টি করব, যাতে তুমি একটা সিরিজ খেলার মাধ্যমে অবসর নিতে পারো। সে বলেছিল, আমাকে জানাবে। কিন্তু আমি জানি সে আমাকে জানাবে না। এখন পর্যন্ত শুধু তামিমই (ইকবাল) আমাকে জানিয়েছিল।’
পাপন আরো বলেন, ‘মাহমুদউল্লাহ যদি মনে করে যে সে ওয়ানডে বা টি-টোয়েন্টি ছেড়ে দেবে, তাহলে আমরা তার জন্য মালিঙ্গা বা টেন্ডুলকারের মতো কিছু করতে পারি। তবে খেলোয়াড়রা যদি না চায়, তাহলে এই বার্তা দেব, তাদের ব্যাপারে আমরা কিন্তু প্রস্তুত। আমি মাশরাফিকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে বিদায়ী সিরিজ চায়নি। সে কিন্তু এখনো আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েনি।’ সাক্ষাৎকারে ক্রিকেটারদের বিদায়ী সংবর্ধনা প্রসঙ্গে পাপনকে জিজ্ঞেস করা হয়। জবাবে বিসিবি বস বলেন, ‘এটা কঠিন, ভিন্ন ভিন্ন সময়ে তিন ফরম্যাটে আপনি কীভাবে সংবর্ধনা দেবেন? উদাহরণস্বরূপ রিয়াদের কথাই বলি। টেস্ট থেকে অবসর নেয়ার সময় ও আমাদের জানালে কিছু একটা করতে পারতাম।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।