ফাইনালে ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে শোভা পাচ্ছে তিনটি তারা, যা তিনবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রতীক। নতুন এই জার্সির মোহেই আর্জেন্টিনার হয়ে আরও কিছু দিন খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই মহানায়ক লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। নতুন জার্সিতে তাদের কবে মাঠে দেখা যাবে, এ নিয়ে কৌতূহল ছিল সবার। শনিবার মিলল উত্তর। আগামী মাসে দেশের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
বিশ্বকাপ জয়ের পর ২৩ মার্চ মেসিদের প্রথম ম্যাচ পানামার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে। পরের ম্যাচের প্রতিপক্ষ সুরিনাম। এই ম্যাচের ভেন্যু ও তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।