বিয়ের পর স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমা গিয়েছিলেন বলিউড নায়িকা কিয়ারা আদভানি। বিয়ে-মধুচন্দ্রিমা এসব কারণে দীর্ঘদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। এবার মধুচন্দ্রিমা শেষে শুটিংয়ে ফিরলেন কিয়ারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবি থেকে তেমনটিই বোঝা যাচ্ছে। মেকআপ নেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন— ২৫ ফেব্রুয়ারি ফের কাজে ফিরলাম।
কোন ছবির শুটিংয়ের জন্য মেকআপ নিচ্ছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি কিয়ারা। এ মুহূর্তে কিয়ারার হাতে দুটি ছবি রয়েছে। কার্তিক আরিয়ানের বিপরীতে ‘সত্য প্রেম কথা’ ও রাম চরণের সঙ্গে পরিচালক এস শঙ্করের ‘আরসি ১৫’। গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় রাজপ্রাসাদে সিদ্ধার্থের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন কিয়ারা। হিন্দু রীতি মেনে বিয়ের পাশাপাশি দিল্লিতে বন্ধুবান্ধবদের জন্য মুম্বাইতে বলিউডের তারকাদের জন্য দুটি রিসেপশনেরও আয়োজন করেছিলেন তারকা জুটি। ওই রিসেপশন শেষেই মধুচন্দ্রিমা যাপনের জন্য উড়ে গিয়েছিলেন বিদেশে।
গত ২১ ফেব্রুয়ারি মুম্বাই বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছিলেন দুজনে। যদিও মধুচন্দ্রিমা যাপনে কোথায় গিয়েছিলেন, তা খোলাসা করেননি সিদ্ধার্থ ও কিয়ারা। বরং দুজনে নিজেদের ব্যক্তিগত বিষয়টি গোপনই রেখেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।