যুক্তরাষ্ট্রে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে রোগীসহ সবাই মারা গেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের নেভাদা উত্তরাঞ্চলের স্টেজকোচের কাছে এ দুর্ঘটনা ঘটে। ওই বিমানে রোগীসহ পাঁচজন ছিলেন। তারা সবাই মারা গেছেন।
নিহতদের মধ্যে পাইলট, ফ্লাইট নার্স, ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী এবং রোগীর পরিবারের এক সদস্য ছিলেন। তাৎক্ষণিক দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।