ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে বি সি রায় শিশু হাসপাতালে ৯ মাসের শিশু কন্যার মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে অ্যাডিনোভাইরাসের কথা উল্লেখ করা হয়েছে। মৃত শিশুর পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসা সঠিক সময়ে না হওয়ার জন্যই মৃত্যু হয়েছে শিশুটির।
হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বাসিন্দা স্বপন রায় এবং লক্ষ্মী রায়ের ৯ মাসের শিশুকন্যাকে চলতি মাসের ২ তারিখ প্রথম জ্বর নিয়ে ভর্তি করা হয় কলকাতার ফুলবাগানের বি সি রায় হাসপাতালে। ১১ তারিখ ছেড়ে দেওয়া হলেও জ্বর কমছিল না শিশুটির। এরপর আবারও বহির্বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ওই শিশুকে। কিন্তু অভিযোগ, সেদিন শিশুর শারীরিক অবস্থা খারাপ দেখেও ছেড়ে দেয় হাসপাতাল। এরপরেও জ্বর না কমায় গত ১৯ তারিখ বি সি রায় শিশু হাসপাতালে পুনরায় ভর্তি করা হয় ৯ মাসের শিশুকন্যাকে।
পরিবারের অভিযোগ অভিজ্ঞ চিকিৎসকের বদলে ইন্টার্ন চিকিৎসকরাই চিকিৎসা করছিলেন। ফলে রোগ নির্ণয়ে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়। পরিবারের তরফে মৃত শিশুর বাবা স্বপন রায় বলেন, ‘শনিবার সকালে আমার বাচ্চার শরীর আরও খারাপ হয়ে যায়, শিশুদের আইসিইউ দরকার ছিল ডাক্তাররা বলছিলেন, কিন্তু হাসপাতালে সেই সময় আইসিইউ বেড খালি ছিল না। তাই আমরা অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলি ডাক্তারদের, কিন্তু ডাক্তাররা আমাদের কোনো কথাই শুনতে চাননি।’ শিশুর মা লক্ষ্মী রায় বলেন, ‘চিকিৎসা ঠিক করে করেননি ডাক্তাররা। তাইজন্যই এই ঘটনা ঘটেছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।