কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পশ্চিম বাঁশবুনিয়া বসন্ত মিস্ত্রীর বাড়ি হইতে, পশ্চিম বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভায়া বাঁশবুনিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যুন্ত, সড়কটি পাকাকরণের দাবিতে, কাঠালিয়া নাগরিক ফোরামের ব্যানারে মানববন্ধন করেন, এলাকার নারী পুরুষ ও স্কুল শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা।
রবিবার সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়, এসময় বক্তব্য রাখেন কাঠালিয়া নাগরিক ফোরাম ও কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার, মোঃ কবির মোল্লা, স্কুল ছাত্র কামরুল হাসান, মোঃ স্বপন হাওলাদার এবং কাজল বেগম। বক্তব্যে বক্তারা রাস্তাটি পাকা করণের দাবি তোলেন।
কাজল বেগম জানান, পুরো গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে আসাযাওয়া করে, রাস্তাটি চলাচলের অনুপযোগী, আমাদের সন্তানেরা স্কুলে যেতে পারেনা, আমাদের হাসপাতালে যেতে হলে অনেক দূর্ভোগ পোহাতে হয়। এমনকি কোনো গর্ভবতী রোগী হাসপালে নিতে হলে পথেই মারা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।