জুনাঈদ হাসান,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রানালয় ইউনিসেফ বাংলাদেশে এর যৌথ উদ্যোগে এক উৎসব মুখর পরিবেশে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ শে ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে পবিত্র কুরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শিশু কিশোরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হাফিসা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি আসন অলংকৃত করেছিলেন জনাব ফখরুল ইমাম,মাননীয় জাতীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান সুমন,ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সাত্তার সাহেব,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাফির উদ্দিন।
এ সময় আরো অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।