নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে এলাকাবাসী। এতে দুটি বসত ঘর ও ভাড়া দেওয়া কয়েকটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়।
গতকাল রোবাবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পাঁচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃত সানাউল্লাহর ছেলে আসলাম সানী ও শফিকুল ইসলাম রনিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষুদ্ধ ছিলেন। রাতে তারা তালাবন্ধ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে নিহতের চাচা হত্যায় অভিযুক্ত মহিউদ্দিনের ঘরবাড়ি ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায় যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল জানান, হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।