ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে ভুল্লী বাজারে পিক-আপ ভ্যানের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ ) আনুমানিক সকাল ৭.৩০ মিনিটে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে ভুল্লী বাজারে পঞ্চগড় গামী একটা পিক-আপ ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে দূর্ঘটনাটি ঘটে।
নিহত রাব্বি (১৫) বগুলাডাঙ্গী পাবনাপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।
এ ঘটনায় স্থানীয়রা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পঞ্চগড় গামী একটি পিকআপ ভ্যান স্কুল ছাত্র রাব্বি বাই সাইকেল যোগে কোচিং করতে যাওয়ার পথে পিছন থেকে ধাক্কা দিলে ভূল্লী বাজারে দূর্ঘটনাটি ঘটে, পরবর্তীতে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিক-আপ ভ্যানটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।