জুনাঈদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের ডাক্তারের টেবিলে ও রোগীর বিছানায় কুকুর শুয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
ছবিটি ভাইরাল হবার পর দায়িত্বের অবহেলার কারনে কর্মকর্তাদের বিচার দাবি জানান স্হানীয় লোকেরা।
স্হানীয় সূত্রে জানা যায় গত ১০ ই মার্চ(শুক্রবার) দিবাগত রাতে রোগী নিয়ে যায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি।
বিশেষ প্রয়োজনে নার্সের রুমের দরজা বন্ধ থাকায় জরুরী বিভাগে নার্সের সন্ধানে ছুটেন কিন্তু সেখানে ও নার্সের দেখা মেলেনি। তখনেই তিনি দেখতে পান ডাক্তারের টেবিলে ও রোগীর বেডে শুয়ে থাকা কুকুর। তাৎক্ষণিকভাবে এ-ই ছবি তুলে নিলেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেইসবুক) এ পোস্ট করার মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় কুকুরের রাজত্বের ছবিটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।