- স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছে মাওলানা নুর আহমদ আল কাদেরী (রহ.) সাহেবের বাড়ী ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল পরিচালনা কমিটি।
সুৃমনসেন চট্টগ্রাম প্রতিনিধি-
- আজ ১৮ ই রবিউল আউয়াল ৫ই নবেম্বর রোজ বৃহস্পতিবার মাওলানা নুর আহমদ আল কাদেরী (রহ.) সাহেবের বাড়ী ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল পরিচালনা কমিটির উদ্দোগে বাদে মাগরিব মাওলানা নুর আহমদ আল কাদেরী (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে মুহাম্মদ রাসেল এর সঞ্চালনায় ঈদ্-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
- উক্ত মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব হযরত আল্লামা নুর মুহাম্মদ সিদ্দিকী সাহেব বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা মতিউর রহমান ওয়াজেদী সাহেবসহ মাওলানা নুর আহমদ আল কাদেরী (রহ.) সাহেবের বাড়ী ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল পরিচালনা কমিটির সকল সদ্স্যবৃন্দ ও শত শত আশেকানে রাসূল (দ.)।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাদে আছর হতে পবিত্র কোরআন খতম, খতমে গাউছিয়া এবং মিলাদ মাহফিল এবং মুহাম্মদ নাঈম এর মিলাদ কিয়ামের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।