বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন পথশিশুদের মাঝে চকলেট ও উপহার সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে রাস্তায় থাকা, রাস্তার পাশে কেলতে থাকা শিশুদের মাঝে চকলেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
হঠাৎ করে ইউএনওকে পেয়ে এবং ইউএনওর নিকট থেকে চকলেট ও উপহার পেয়ে শিশুরা অনেক খুশি। এ সময় আরও উপস্থি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।