রংপুরে আ.লীগের শীর্ষ-স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক গ্রুপ

এটি রংপুর বিভাগের একটি পাবলিক গ্রুপের চিত্র। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কে অশ্লীল ও কটুক্তি করে করা হয়েছে পাবলিক পোস্ট ৷ যা সম্পূর্ণ আইনত দন্ডনীয় অপরাধ জেনেও এই পাবলিক গ্রুপে করা হচ্ছে এমন ধরণের প্রচারণা। রংপুর বিভাগের এমনই কিছু পাবলিক গ্রুপ গুলোতে দেখা মিলছে এমন ধরনের অপ্রত্যাশিত ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যাবহার করে একদল যুবক এমন ধরণের অপরাধ মূলক কর্মকাণ্ডে লিপ্ত বলেও মিলছে ভুড়ি ভুড়ি প্রমান।

 

এমনই একটি পাবলিক গ্রুপ ” রংপুর বিভাগ( Rangpur Division)”। ২২ এপ্রিল (বৃহস্পতিবার) আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে উক্ত গ্রুপটি থেকে পোস্ট করা হয় এমন ধরণের তথ্য চিত্র। যা কিনা ওবায়দুল কাদেরকে অবমাননা, কটুক্তি ও ব্যাঙ্গ করা হয়েছে বলে স্পষ্ট চোখে পড়ছে। ৫৪ হাজার সদস্যের এই পাবলিক গ্রুপটিও জড়িয়ে পড়েছে অপরাধ মূলক কর্মকাণ্ডে।

নিন্মে গ্রুপ লিংক দেওয়া হলঃ https://www.facebook.com/groups/rangpur00/

 

এ সময় মোঃ সাহাদত হোসেন নামের পোষ্ট দাতা ওবায়দুল কাদের কে “কাউয়া কাদের” বলে ব্যাঙ্গ এবং ইডেন কলেজের বিলকিস বেগম নামক এক শিক্ষার্থীকে জড়িয়ে অশ্লীল পোষ্ট করেন।

পাবলিক গ্রুপের এমন কার্যকলাপে বিষটাকে আইনের আওতায় আনার দাবি করেন অনেকেই ৷ পোষ্টদাতা ও গ্রুপ পরিচালনার সদস্যগনের সাথে বিএনপি, জামাতের মদদ রয়েছে কি না সে বিষয়টাকে খুতিয়ে দেখা প্রয়োজন বলেও মনে করছেন তারা।

পোস্ট কারীর পারসোনাল ফেসবুক লিংকঃ https://www.facebook.com/mdshahadut.hossain.56863

উক্ত গ্রুপটির এডমিন ও মডারেশনের দায়িত্বে রয়েছে মোঃ মিলন হক, মোঃ শিমুল হক, আয়ান নূর, মোঃ বেলাল হেসেন, রিয়াজুল রিয়াদ, আব্দুল্লা আল মামুন, তারেক আহমেদ, মৌমিতা বসুনিয়া, এ আর এস সুমন, মোক্তার মুরাদ, মোঃ মোতাকাব্বির লিমন প্রমূখ।

পরে বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক অজ্ঞাত পরিচয়ের যুবক জেলা প্রশাসক, রংপুর সরকারি ফেসবুক পেজে সকল তথ্য চিত্র সহ এক লিখিত অভিযোগ দায়ের করে বলে জানা গেছে।