নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে জয়পুরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন জেলা ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ মার্চ) বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী মিটিংয়ে যোগ দিয়ে এ ঘোষণা দেন। একই সময়ে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঘর এবং ২ শতক জমির দলিলপত্র তাঁর পক্ষে জয়পুরহাট সদর, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ১ শত ৩৯ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড.শামসুল আলম দুদু-এমপি।
সে সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান,জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ও জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
বর্তমান জয়পুুরহাটে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘জয়পুরহাট জেলায় সর্বশেষ নিরুপিত তালিকা অনুযায়ী মোট ১ হাজার ৪৮ টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়। সেগুলোর মধ্যে ১ম পর্যায়ে ১৬০ টি, ২য় পর্যায়ে ১ শত ৪১ টি, ৩ য় পর্যায়ে ৩ শত ৫৮ টি মোট ৬ শত ৫৯ টি পরিবারের মধ্যে ২ শতাংশ করে জমিসহ ঘর প্রদান করা হয়। বুধবার ২২ মার্চ বেলা ১১ টায় জেলার সকল উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালী মিটিংয়ের মাধ্যমে ৪র্থ পর্যায়ে ১ শত ৩৯ টি পরিবারের মধ্যে ২ শতাংশ করে জমিসহ ঘর প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।