মোঃ হাবিবুর রহমান: ২২ মার্চ (বুধবার) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক সন্ধ্যা ৭.০০টায় শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে তরুণ প্রজন্মের রাজনৈতিক ও মুক্ত লেখক দেলোয়ার এইচ রাইন’র প্রথম গ্রন্থ ‘চিরন্তন শেখ মুজিব’ এর প্রকাশনা উৎসব-২০২৩-এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
উপাচার্য মহোদয় ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যারা শহীদ হয়েছেন এবং তার পরবর্তীকালে বাংলাদেশের সংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধের চেতনার বিস্তারে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুধু প্রতিটি বাঙালিকে উজ্জীবিত করেছে এমনটি নয়, আজও তা বিশ্বের সকল নিপীড়িত, নির্যাতিত এবং শৃঙ্খলিত মানুষের মুক্তির প্রেরণা হিসেবে কার্যকর রয়েছে । এই ভাষণের মাধ্যমেই বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী হয়েছেন, বাঙালিকে বিশ্বসভায় নতুন পরিচয়ে পরিচিত করেছেন। পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ২৫শে মার্চের নিরীহ বাঙালির উপর নির্মম গণহত্যাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতিদানের দাবি জানান।
রবি উপাচার্য লন্ডন টাইমস পত্রিকার বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ উদ্ধৃত করে বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ কখনো বাস্তবে পরিণত হতো না। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সম্পর্কে আরো অনেক বেশি গবেষণা হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। প্রফেসর শাহ্ আজম ‘চিরন্তন শেখ মুজিব’ গ্রন্থের লেখক দেলোয়ার হোসেন রাইনসহ অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদ উদ্দিন পবলু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এবং ‘চিরন্তন শেখ মুজিব’ এর লেখক দেলোয়ার হোসেন রাইনসহ সংস্কৃতিপ্রেমী শ্রোতৃমণ্ডলী উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।