জুনাইদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):পবিত্র মাহে রমজান উপলক্ষে টাকা ব্যাতীত ব্যাগ ভর্তি বাজার পাচ্ছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দরিদ্র জনগণ।
এই ফ্রি হাটের আয়োজন করে স্হানীয় “মুক্তির বন্ধন ” নামক একটি সেচ্ছাসেবী সংগঠন। ২৩ শে মার্চ ( বৃহস্পতিবার) স্হানীয় ইরা ফিলিং স্টেশন চত্বরে এ ফ্রি হাটের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদি হাসান।এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, আঠারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জুবের আলম রুপকসহ অনেকেই।
এ হাটে রয়েছে সবজি, মাছ, তেল, পেয়াজ, কাচা মরিচ, আলু, ডাল ও ইফতার সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। জানা যায় সংগঠনের পরিচালনায় রয়েছে একদল তরুন সেচ্ছাসেবী। পুরো রমজান মাস জুড়েই চলবে এ-ই ফ্রি হাটের কর্যক্রম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।