ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে বিডি হল অডিটোরিয়াম চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় পতাকা, স্মৃতিসৌধ ও মানচিত্রসহ নানা রকমের ছবি আঁকেন শিশুরা। চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশ নেয় তারা।

এ সময়ে অংশ নেয়া শিশুদের অভিভাবকরা জানান এমন প্রতিযোগিতায় শিশুরা অংশ নিতে পেরে তাদের মানসিক বিকাশ ঘটছে। আদম্য শক্তি সোচ্চার হচ্ছে এমন প্রতিযোগিতা সব সময় হওয়া উচিত বলে মনে করেন তারা।

 

এ বিষয়ে জেলার শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী জানান আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ । এই প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক শিশু এতে অংশ নিয়েছে। তারা বেশিরভাগ ছবি এঁকেছে মুক্তিযোদ্ধার বর্বরা নিয়ে, বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর ভার্সন, জাতীয় স্মৃতিসৌধ ও ইতিহামুলক ছবি।

প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের ২৬ মার্চ সকালে জেলা স্কুল বড় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।