মনিরামপুর প্রতিনিধিঃ চারদিকে পানি মাঝখানে স্বল্প পরিমান মাটির উপর ঝুকিপূর্ণ ভাবে দাড়িয়ে আছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় পুরাতন কাঠের একটি বৈদ্যুতিক খুঁটি।
এমনিই একটি ঝুকিপূর্ণ দৃশ্য নজরে আসে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের চৌকষ সাংবাদিকদের নজরে। সরেজমিনের তথ্যমতে,আজ ৩০শে মার্চ মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন পরিদর্শনে যেয়ে সাংবাদিকদের দৃষ্টিতে আসে এই দৃশ্য।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায় হরিহরনগর ইউনিয়নের তাজপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহের বিপরীতে রাস্তার পাশেই শাহীন হুজুর ও মাহাবুর রহমান নামে দুই ভাইয়ের পুকুরের মাঝখানে স্বল্প পরিমান মাটির উপর ঝুকিপূর্ণভাবে কাঠের খুঁটিটি দাড়িয়ে আছে।খবর নিয়ে জানা গেছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এই ঝুকিপূর্ণ খুঁটির সাথে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে।এই খুটির একই লাইনে আরো ৭টি খুঁটি দন্ডায়মান আছে।যে কোন মূহুর্তে এই খুঁটিটি পড়ে যাবে ও পার্শ্ববর্তী খুঁটিও হেলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নতার পাশাপাশি ঘটতে পারে প্রানহানী।
স্থানীয়রা জানান,পর্যায়ক্রমে পুকুরের মাটি কাটাতে এই খুঁটিটি বিপদজনক হয়ে পড়েছে,যে কোন সময় ধ্বসে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমে আসতে পারে পুরো গ্রামে।তাছাড়া সারাদিন এখান দিয়ে বিভিন্ন বয়সের লোক যাতায়ত করে, রাস্তার পার্শ্ববর্তী হওয়াতে প্রানহানীও ঘটার সম্ভাবনা আছে।
সাংবাদিকদের মাধ্যমে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাছে দূত একটি ব্যাবস্থা দাবি করেছে এলাকাবাসী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।