ফারুক আহমেদ সূর্য, উপজেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার বিশেষ অভিযানে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক কারবারি গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক আটক করেছে লালমনিরহাট সদর থানার চৌকশ পুলিশেরা
পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার (১১ এপ্রিল) ২০২৩ রাত্রি ২০.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এঁর নেতৃত্বে বিশেষ অভিযানে লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ জামিল প্রধান(৩৪) পিতা-মোঃ আঃ রশিদ প্রধান সাং- পাইকা (ইউপি-খোর্দ্দ কোমরপুর) না- সাদুল্যাপুর, জেলা-গাইবান্ধাকে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নির্দেশনায় অভিযান টিম তিস্তা এলাকায় অবস্থান করেন এবং একটি মিনি ট্রাক আটক করিয়া তল্লাসী কালে বাদামের খোসা ভর্তি বস্তার ভিতর হইতে ১৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করিয়া ট্রাকসহ জব্দ করেন।
এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং-২৯, ধারা-৩৬(১) সারণির ১৩(গ)/৩৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
উদ্ধারকারী অফিসার এসআই আশরাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স, লালমনিরহাট সদর থানা, লালমনিরহাট দায়িত্বে দক্ষতার পরিচয় দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।