প্রতিশ্রুতী প্রতিশ্রুতী সামাজিক সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ এপ্রিল ) বিকেলে লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইন্দ্রারপাড়, গবাই কাশিপুর উম্মে সালমা হাফেজিয়া মাদ্রাসায় সোহাগ আলী মাইদুল এর সভাপতিত্বে প্রতিশ্রুতী সামাজিক সংগঠনের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিশ্রুতী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা এস.এ শাহিন আলম।আরও উপস্থিত ছিলেন, তারুণ্য আলো যুব কল্যাণ সংস্থার সভাপতি জনাব শহিদুল ইসলাম সুজন, সেবা নীড় সংগঠনের সবুজ আহমেদ মিজান, অণির্বান যুব কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, উদীয়মান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রশিদুল ইসলাম, বর্ণিল তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের আল আমিন মোস্তাফিজ এবং জুয়েল ইসলাম, সালমা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক এবং হাফেজ ৩৫ জন শিক্ষার্থী, প্রতিশ্রুতী সংগঠনের সদস্য, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ আরো অনেকেই।