আসাদুজ্জামান আপন, জবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ উল্লাপাড়া (পিইউএসএইউ) এর পক্ষ হতে পবিত্র রমজান উপলক্ষে এবং শিক্ষার্থীদের মধ্যে বন্ধন স্থাপনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৯ এপ্রিল) উল্লাপাড়া সদরে আকবারীয়া হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষক, কর্মকর্তার উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন আয়োজনে এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিল সফল ভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উল্লাপাড়ার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সরকারি আকবর আলি কলেজের বাংলা বিভাগের শিক্ষক বুলবুল আহমেদ বলেন, ‘সংগঠন তোমাদের, তোমাদের চেষ্টায় এবং নেতৃত্বে সুন্দর সময় পার করবে এ সংগঠন।’
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর প্রশাসনিক কর্মকর্তা রাশেদ সিয়াম বলেন, সিনিয়রদের কাজের মাধ্যমে নতুনরা অনুপ্রেরণা পাবে। নতুন শিক্ষার্থীদের বেশি বেশি কাজের সাথে সংযুক্ত করে সংগঠনকে এগিয়ে নিতে হবে।
এছাড়া সংগঠনটির বর্তমান সভাপতি নাইম হোসাইন এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সংগঠনের অনেক বিষয় সম্পর্কে তুলে ধরেন এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য যে, সংগঠনটি আঞ্চলিক এলাকা এবং প্রত্যন্ত অঞ্চলে থেকে বেড়ে উঠা মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে। এছাড়া সমাজে মানবিক কাজে নিজেদের অংশগ্রহণ করার মাধ্যমে কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।