লালমনিরহাটে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার হিসেবে দুই হাজার পাঁচশত (২৫০০) পিচ শাড়ী ও লুঙ্গি দুঃস্থ-অসহায় মানুষদের মাঝে সকাল ১০ ঘটিকায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি’র নির্দেশে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন।
আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, জেলা জাতীয় পার্টির সদস্য রফিকুল ইসলাম রতন, আনছার আলী, লালমনিরহাট জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান আকাশসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।