ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।
৪৯ বছর বয়সি নীল মোহন ২০১৫ সাল থেকে ইউটিউবের প্রধান প্রোডাক্ট অফিসার হিসেবে কাজ করে আসছেন। খবর সিএনএন ও এনডিটিভির।
বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন ৫৪ বছর বয়সি সুসান ওজস্কি। পোস্টে সুসান লেখেন— তিনি এখন পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে চান।
গুগলে অ্যাড প্রোডাক্টসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার পর ২০১৪ সালে ইউটিউবের সিইও হয়েছিলেন সুজান। যিনি গুগলের গোড়ার দিকে অন্যতম কর্মী ছিলেন এবং প্রায় ২৫ বছর ধরে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সঙ্গে যুক্ত আছেন।
নীল মোহন ২০০৮ সালে গুগলে যোগদান করেন। এর পর ২০১৫ সালে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার হন। নীল মোহনের হাত ধরে তৈরি হয় ইউটিউবের একটি শীর্ষস্থানীয় দল এবং ইউএক্স দল। তারা বর্তমানে ইউটিউবের সবচেয়ে বড় সেবা— ইউটিউব টিভি, ইউটিউব মিউজিক এবং প্রিমিয়াম এবং শর্টস এগুলো নিয়ে এসেছেন। নীল মোহন মাইক্রোসফটের সঙ্গেও কাজ করেছেন। সেখানে তিনি করপোরেট কৌশলের ব্যবস্থাপক ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।