ডাঃ আব্দুল ওয়াদুদ,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিশাটোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার ( ১৬ মে ) সন্ধ্যা সাড়ে ৭টায় বাঙ্গাবাড়ী সন্তেষপুর দাঁড়ীপাতা শিশাটোলা ঈদগাহা মাঠে তার নামাজে জানাজা ও গার্ড অব অনার শেষে দাঁড়িপাতা শিশাটোলা স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এর আগে সোমবার (১৫ মে) সকাল ৫ ঘটিকায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পরে নামাজে জানাজা শেষে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আসমা খাতুন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান, সাবেক জেলা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম (সোনাদ্দি), সাবেক গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, সাবেক বাঙ্গাবারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, ও স্থানীয় জনসাধারণ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।