বরিশাল বিভাগীয় বুরো প্রধানঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়, ১নং চেঁচরীরামপূর ইউনিয়নের কৈখালী বাজারে সরাকারী রাস্তা ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানিয় মন্টু মিয়ার উপরে।
ভুক্তভোগী যোগেন্দ্রনাথ হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার জানান, আমাদের ক্রয়কৃত জমি ও সরাকারী রাস্তা দখল করে বিল্ডিং নির্মাণ করেছেন, মৃতু মন্নান মিয়ার ছেলে মন্টু মিয়া।
তিনি আইন আদালতের কোনো তোয়াক্কা করেনা, আমি নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হই, ৭ মে ২০২৩ আদালত থেকে উক্ত জমির উপরে নিষেধাজ্ঞা জারি করেন, ঝালকাঠির এম,পি মামলা নং ৩০১/২০২৩, এখন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জমিতে কাজ করেন মন্টুমিয়া।
এ বিষয়ে অটো ড্রাইভাররা জানান, অটো স্টান্ড দখল করে, এবং পল্লি বিদ্যাুতের তারের নিচে ভবনটি নির্মান করিতেছে এলাকার প্রভাবশালী মন্টু মিয়া, এতে যে কোন সময় এখানে ঘটতে পারে অনাকাংঙ্খিত দুর্ঘটনা, এটি হচ্ছে একটি চৌমহনা, এই স্থানে বিভিন্ন দিক থেকে গাড়ি আসে, এখান থেকে কোন গাড়ি পাস করতে পারেনা, গাড়ির মোড় ঘুরানো যাচ্ছে না।
এ বিষয়ে মন্টু মিয়া জানান, আমার জমিতে আমি ঘর তুলেছি, আমি কারো জমি দখল করি নাই ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।