মোঃ আবুল বাসার জীবন, খুলনা বিভাগীয় ব্যুরো-প্রধানঃ
উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা ও সরকারের অবহেলা,গায়েবী মামলায় নির্বিচারে গণগ্রেফতার,মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী বন্ধ ,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,বিদ্যুতের লোডশেডিং,আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে যশোর জেলা বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৭ মে) যশোর শহরের ভোলাট্যাংক রোডে যশোর জেলা বিএনপি এ গণ সমাবেশের করে।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক শিক্ষাবিধ অধ্যাপক নার্গিস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবীর রিজভী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা নাজমুল মুন্নী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ইসাহক, মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, যশোর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী আজম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবীর রিজভী বলেন,এখন একটিই দাবি শেখ হাসিনার পদত্যাগ। বাংলাদেশের মৃত গণতন্ত্র বাঁচাতে হলে এর বিকল্প নেই।
তিনি আরও বলেন, ভোট চোরদের ক্ষমতায় থাকার কোন যোগ্যতা নেই। প্রশাসন দিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে।
উল্লেখ্য বিএনপির নেতৃবৃন্দ অবিলম্বে সকল অনিয়ম ও অরাজকতার অবসান ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পূর্বক জনগনের সরকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।