তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: খড়ের গাদার মধ্যে অভিনব কায়দায় পাচারের সময় ১৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮ এর একটি দল।
র্যাব জানায়, শনিবার (১০ জুন) বিকেল ৬টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সাতৈর এলাকায় মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপর থেকে তাদের আটক করা হয়। ট্রলি সংযুক্ত পাওয়ার টিলারে খড় বোঝাই দিয়ে চুয়াডাঙ্গা থেকে ট্রলিটি ছেড়ে আসে। ফরিদপুর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইক আকতারের অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলো- ট্রলি চালক চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার ছোট বদলিয়া গ্রামের ফকির মোহাম্মদের ছেলে মো. ইমরান (২৫), এবং একই জেলার ডামুদাহ উপজেলার বুইছিতলা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শহিদ হোসেন (২৮)। এ সময় ১৮ কেজি গাঁজার সাথে ২টি মোবাইল, ২টি সিম ও গাঁজা বিক্রির ৫০০ টাকা জব্দ করা হয়। র্যাবের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(গ) ধারায় মামলা করা হয়েছে। রোববার আসামিদের আদালতে চালান দিয়েছে পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।