জানেন কি? স্পার্ম বা শুক্রাণুকে মহিলাদের শরীর বহিরাগত শত্রু হিসেবে ট্রিট করে!

নাহিদ হাসান 

হ্যা, শুক্রাণু যখন Cervix বা জড়ায়ুমুখে প্রবেশ করে তখন থেকেই জরায়ুতে ইমিউন সিস্টেম ট্রিগার হয় সেই শুক্রাণু গুলোকে মেরে ফেলার উদ্দেশ্যে। শ্বেত রক্তকনিকাগুলো চারিদিক থেকে ঘিরে ফেলে সকল শুক্রানুকে এবং একের পর এক শুক্রাণু হত্যা বা শিকার করতে থাকে।

এই ধবংসলীলাভূমি পাড়ি দিয়ে ফেলোপিয়ান টিউব বা গর্ভনালী অবধি যদি কিছু শুক্রাণু পৌঁছাতে পারে তারা সংখ্যায় মাত্র ২০ টার কমও হতে পারে, যেখানে শুরুতে প্রায় ২৫০ মিলিয়ন শুক্রাণু একসাথে যাত্রা শুরু করেছিলো।

ভাবতেই অবাক লাগে! যেই শুক্রানুকে মাতৃশরীর এক সময় ফরেইনবডি বা শত্রু হিসেবে ট্রিট করে মেরে ফেলার চেস্টা করে, সেই একই শুক্রানুকে আপন বানিয়ে ডিম্বানুতে গ্রহন করে আবার ৯ মাসের জন্য সকল প্রকার সুরক্ষা দিয়ে রক্ষা করে।