রংপুরে ইয়থ ফর পলিসি ও আইআইডির যৌথ আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারুণ্যের ইশতেহার বাস্তবায়ন ও গণতন্ত্র চর্চায় তরুণ সমাজের চিন্তা চেতনার মুক্ত আলোচনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ই জুন (রবিবার) রংপুর টাউনহল পাবলিক লাইব্রেরীর হল রুমে আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর সিটির ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, সাজ্জাদ হায়দার স্বাধীন সাধারণ সম্পাদক ডি ওয়াই ডি এফ, সাতগড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আল আমিন আব্বাসী,কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্র চর্চার প্রধান মাধ্যম নির্বাচন প্রক্রিয়ার অন্যতম বৃহৎ এবং কার্যকরী অংশিজন আমাদের দেশের তরুণ সমাজে কে পিছিয়ে বা অবহেলিত রেখে চর্চিত রাজনীতি এদেশের জন্য সুফল বয়ে আনতে পারে না। সোনার বাংলা নির্মাণে জাতীয় নির্বাচন প্রক্রিয়ার সকল অংশিজন এর উচিত গণতন্ত্র চর্চায় তরুণ সমাজের স্ববান্ধব এবং কার্যকরী উপস্থিতি সুনিশ্চিতে স্বতস্ফূর্ত ভাবে এগিয়ে আসা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।