শাহাদাত হোসেন নোবেল,দিঘলিয়া প্রতিনিধি: আলোর মিছিলের আগামী দুই বছরের জন্য পূর্নাঙ্গ কেন্দ্রিয় কমিটি ঘোষনা করা হয়। শেখ তারেক কে সভাপতি ও সোহাগ আল মামুন কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।

মাটি ও জল জমি ও মানুষ ও পরিবেশ সংরক্ষণ প্রতিষ্ঠান আলোর মিছিলএই সংগঠনটি দক্ষিণ বঙ্গের পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে কাজ করে। এটি মূলত স্থানীয় সমগ্র উন্নয়ন সংস্থার মতো কাজ করে এবং স্থানীয় সমগ্র উন্নয়ন চাইতে উদ্ভাবনী প্রকল্প পরিচালনা করে।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি শেখ খালিদ হোসেন, শেখ ইনামুল, সহ সভাপতি শাহজাহান মোড়ল,সহ সভাপতি আহসানুল হক হিরো, সমাজ কল্যান সম্পাদক শাহাদাত হোসেন নোবেল।

যুগ্ম সাধারন সম্পাদক, মহিউদ্দিন পারভেজ ও বি এম হাবিব সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এনামুর কবির,এছাড়া কোষাধ্যক্ষ আশাদুজ্জামান আশা, প্রচার প্রকাশনা গফুর মোড়ল, সহ প্রচার প্রচারন সাদিয়া সিদ্দিকা পাপড়ি, দপ্তর সম্পাদক- সজল কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক- শাহিনূর আক্তার রানী,ক্্রয়া বিষয়ক সম্পাদক রমজান শেখ,কার্যনির্বাহি সদশ্য নাজনিন সুলতানা,আরিফূল ইসলাম,খান আরিফ,আসমা সুলতানা,খান রাসেল,মফিজুল মিয়া,ফিরজ আহম্মেদ সম্রাট,আসাদুল হক সহ প্রমুখ

পরিবেশ দূষণের সাথে পাল্লা দিয়ে মানুষের চরিত্রও দূষিত হয়ে যাচ্ছে। আলোর মিছিল পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সচেতন করে যাচ্ছে,। সামাজিক সংগঠন মনে করে  আমরা বেশিদিন পৃথিবীতে টিকতে পারব না। আমাদের কুকর্মের কারণে আমাদের ধ্বংস হবে।পরিবেশ বাঁচানোর প্রথম পদক্ষেপ আমাদেরকেই নিতে হবে। জীবনধারায় পরিবর্তন আনতে হবে।

পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের নব প্রকাশিত কমিটি কে শপথ পাঠ করান উপদেষ্টা মোল্যা মাকসুদুল ইসলাম। কেন্দ্রিয় কমিটি ঘোষনা করেন অধ্যাপক মনিরুল ইসলাম বাবুল,ও দিঘলিয়া কমিটি ঘোষনা করেন উপদেষ্টা শামিমুল ইসলাম।