শেখ মোস্তফা কামাল,কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত সোমবার (৩ জুলাই) রাতে উপজেলার কলাগাছি মাঠ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক গাজীর ছেলে রোকনুজ্জামান গাজী হরফে রাজিব (৪০) ও একই গ্রামের মৃত জলিল মোড়লের ছেলে আজাহারুল ইসলাম মোড়ল (৪০)। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান এঁর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) গোরাচাঁদ দাশ, তাপস কুমার রায়, জয় ব্যানার্জী, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম, কাজী রহমত সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার কলাগাছি মাঠ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর ছেলে রোকনুজ্জামান গাজী হরফে রাজিব (৪০) ও একই গ্রামের মৃত জলিল মোড়ল এর ছেলে আজহারুল ইসলাম মোড়ল (৪০) কে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা এলাকায় বেশ কিছুদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় বেশ কিছুদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস জঙ্গিমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।