এক খণ্ড ভূমি                                    নীলিমা শীল


জলচার পাখি কিংবা বলাকা
এক ঝাঁক, অথবা
পতঙ্গ কোনো
তারও আছে আবাস ।
এখানে ভালো না লাগলে
কিংবা উড়িয়ে দিলে কেউ
সহসা সাহসে চলে অন্যত্র
জলে তুলে টেউ।

পরিযায়ী পাখিও অসময়ে সীমানা ছাড়ায়
খুঁজে নেয় উষ্ণতা
আটকাতে পারে না কৃত্রিম তারকাঁটা
কিংবা কংক্রিট
অথবা আগ্নেয়াস্ত্রের কালো ধোয়া
উড়ে যায় স্বেচ্ছায়
লিখিত-অখিত চুক্তি মাড়ায়–

তাদের কিন্তু জাত-পাত যায় না,
হয় না সমাজ বিবর্জিত
আসে না কোনো বাধা,
চলে আপন সুর সাধা।

কন্যা, তোমার কিন্তু নেই
পায়ের নিচে এক খণ্ড ভূমি!
কেউ বলতে পারে না,
ভয় কীসের-
এখানে দাঁড়াও তুমি।