মোঃ আজগার আলী, জেলাস প্রতিনিধি সাতক্ষীরাঃ
জাতীয় দলের সাবেক কৃতী ফুটবল খেলোয়াড় কালিগঞ্জ রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের মরহুম ইমাম আলী মাল্লিকের ছেলে আবু দাউদ মল্লিক (৬৫) আর নেই। অসুস্থ অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ১৩ই জুলাই রাত ১ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
তিনি ১ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী, স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর রতনপুর ফুটবল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। রতনপুর ইউপি চেয়ারম্যান আলীম আল রাজী টোকনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মস্তিস্কে পানি জমা ও স্ট্রোকজনিত কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। জাতীয় দলের সাবেক কৃতী খেলোয়াড় আবু দাউদ মল্লিক ছিলেন ৯০ দশকের মাঠ কাঁপানো সাড়া জাগানো পেশাদার খেলোয়াড়।
সে সময়ে তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবসহ বিভিন্ন ক্লাবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে খেলেছেন। খ্যাতিমান খেলোয়াড় হওয়ার সুবাদে এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন বলে জানা গেছে।
তার মৃত্যুতে উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে এবং তার রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।