এস এম তাজাম্মুল, মণিরামপুর প্রতিনিধি: চলতি মাসের ১৭ই জুলাই খুলনায় তারুন্যের সমাবেশকে সফল ও ১৮ই জুলাই যশোরে বিএনপির পথযাত্রাকে সফল করতে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির সাথে মতবিনিময় সভা করেছে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
১৪ই জুলাই(শুক্রবার) বিকাল ৪টায় মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামি সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর)আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি এডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন।
মনিরামপুর পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মণিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম,থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান মফিজ,পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সদর ইউনিয়নের চেয়ারম্যান থানা বিএনপির সদস্য নিস্তার ফারুক পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সন্তোষ স্বর,সাংগাঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামশেদ আলি,বিএনপি নেতা ফিরোজ বিশ্বাস, সাত্তার দফাদার,কাদের মাষ্টার, আলাউদ্দিন আলা,মোস্তাফিজুর রহমান ফিজু,মাষ্টার মতিয়ার রহমান, সিরাজুল ইসলাম,হরিচাঁদ মল্লিক, পৌর বিএনপি নেতা একে আজাদ, যশোর জেলা মৎস্যজীবী দলের সদস্য মামুনুর রশিদ চমক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আয়ুব আলী,মাসুদ পারভেজ রুবেল,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজ মাহমুদ,নুরুজ্জামান, হাজী মিজান, থানা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান,যুগ্ম আহবায়ক ইমরান হোসেন,ফয়সাল হোসেন স্বাধীন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আহ্বায়ক এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,আগামী ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশে ও ১৮ জুলাই তারিখে যশোরে বিএনপির পদযাত্রায় নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে সফল করতে হবে এবং এই সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরবো।
মণিরামপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুুক্তার হোসেনের পরিচালনায় এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্চাসেবক দল,শ্রমীকদল,কৃষকদল সহ বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।