শাহাদাত হোসেন নোবেল, খুলনা প্রতিনিধি: খুলনা ডাকবাংলো ফেরিঘাট সোনালি ব্যাংকের সামনে অনুষ্ঠিত হয় খুলনার বিভাগীয় সমাবেশ। এক দাফা এক দাবি নিয়ে বি এন পি নির্বাচনকে সামনে রেখে সমাবেশ করে আসছে।
সমাবেশে উপস্থিত ছিলেন বি এন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলোঙ্গীর, সুলতান সালাউদ্দিন,সভাপতি যুবদল, এস এম জিলানী, সভাপতি সেচ্ছাসেবক দল,কাজি রওনকুল ইসলাম,  শফিকুল ইসলাম লিন্টন,রাজিব আহসান সহ সকল কেন্দ্রীয় নেত্রিবিন্দ।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে
নেতা কর্মি আসতে শুরুকরে সমাবেশ স্হানে।
খুলনা বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।  দুপুর ২টায় শুরু হয় সমাবেশ। সকাল থেকেই সমাবেশস্থল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাস মাঠ নেতা-কর্মীরা আসতে থাকে। দুপুর ২টার আগেই পুরো মাঠসহ আশেপাশের সড়কে নেতা-কর্মীদের পদচারণায় পূর্ণ হয়ে উঠে।
এক দাফা দাবি নিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে গণসমাবেশে ইতোমধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সুবিশাল মঞ্চে উপস্থিত হন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন জেলা-উপজেলা থেকে পায়ে হেঁটে আসতে শুরু করেন নগরীর ডাকবাংলো মোড়ে।
বিএনপির কর্মী সমর্থকদের অভিযোগ, গণপরিবহন না চলায় বিভিন্ন ছোট পরিবহনে নগরীর আশেপাশের এলাকায় আসতে বাধ্য হয়েছেন তারা। পরে সেখান থেকে হেঁটে সমাবেশ স্থলে এসেছেন।