বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ফরিদ হোসেন মিঞা, ফরিদপুর সিভিল সার্জন এবং বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নামে কুরুচিপূর্ণ বিক্ষোভ মিছিলের প্রতিবাদে বোয়ালমারী প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দি ইস্টার্ন সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাখাওয়াত হোসেন ওই তিন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে তাদের ক্লিনিক বন্ধ করে দেয়ার অভিযোগ আনেন এবং বোয়ালমারী পৌরসদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে তিন কর্মকর্তার নামে আপত্তিজনক, অরুচিকর শ্লোগান দেয়া হয়। এর প্রতিবাদে বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় ১৬টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত সকল চিকিৎসক ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপদেষ্টা ডা. নুরুল ইসলাম, অ্যাড. কোরবান আলী, ফারিয়ার সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ প্রমুখ।
উল্লেখ্য, ফরিদপুর জেলা সিভিল সার্জন কর্তৃক চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৭ জুলাই দুপুরে বোয়ালমারী উপজেলার বেশ কয়েকটি ক্লিনিকে এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিকগুলোর সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর থাকায় তিনটি ক্লিনিক সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।