এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা ও সততা স্টোরে অনুদান প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর এর সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর এর উপপরিচালক মোঃ আল-আমিন।
মণিরামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও মণিরামপুুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(অবঃ) মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) মোঃ আলী হাসান, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান, দুদকের সহকারী পরিচালক মোঃ জালাল উদ্দীন ও মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন।
অনুষ্ঠানের শেষে “মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবই দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী তার্কিক দল কেএইচএন কাটাখালী মাধ্যমিক বিদ্যালয় ও বিজিত দল দিগঙ্গা কুচলিয়া হরিদাসকাটি মাধ্যমিক বিদ্যালয়ের তার্কিক দলকে ও ‘দুর্নীতি প্রতিকার প্রতিরোধ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ ছাড়া দুইজন শিক্ষার্থীকে ১২হাজার টাকা হারে বৃত্তির টাকা প্রদান, আয়োজক দুই স্কুলের সততা স্টোরের জন্য অনুদানের টাকা প্রদান ও ৫০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অন্যদিকে এদিন দুপুরে দুদকের উপপরিচালক মোঃ আল-আমিন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন উপস্থিত থেকে উপজেলার দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায় শুভেচ্ছা বক্তব্য রাখেন।