এসএম তাজাম্মুল,মনিরামপুর প্রতিনিধি: দেশব্যাপি জামায়াত-বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও জনমনে শান্তি ফিরিয়ে চনার লক্ষে প্রতিবাদ সমাবেশ ও শান্তি মিছিল করেছে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ।

নির্ধারিত সময় ২৫শে জুলাই বিকাল ৪টার পর মনিরামপুর আ.লীগের পুরাতন অফিসের সামনে শুরু হওয়া এই শান্তি সমাবেশের শুরুতে বৃষ্টি হানা দিলেউ নেতা কর্মীরা বৃষ্টিতে ভীজে সমাবেশে হাজির হয়।

মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজিত এই শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন,দেশকে আর কোন দেশ বিরোধী ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া যাবেনা।আমাদের একত্রিত হয়ে আগামি সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে সমার্থন করে জয় নিশ্চিত করতে হবে।
বৃষ্টিস্নাত এই সমাবেশে আরো উপস্থিত ছিলেন,যশোর সিটিপ্লাজার চেয়ারম্যান ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এস এম ইয়াকুব আলী,মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, মণিরামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা সম আলাউদ্দিন, কাউন্সিলর আয়ুব পাটোয়ারী,কাউন্সিলর আব্দুল কুদ্দুস,কাউন্সিলর বাবুল আক্তার, যুবলীগের রবিউল ইসলাম রবি প্রমূখ।
এ ছাড়াও আ”লীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমীকলীগের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশ শেষে একটি বিরাট মিছিল মণিরামপুর বাজারের মেইন রোড প্রদক্ষিন করে আ”লীগ অফিসের সামনে শেষ হয়।