শেখ মোস্তফা কামাল,কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামে পরকীয়া প্রেমিকের হাত ধরে দুই শিশু সন্তানসহ উধাও হয়ে গেছেন এক গৃহবধূ।(২৭ জুলাই)শুক্রবার সকালে উপজেলার শেখপুরা গ্রামের স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার কথা বলে ওই গৃহবধূ উধাও হয়ে যান।পরবর্তীতে স্বামী শুশুরের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে ওখানে যায়নি এবং নিকট আত্মীয়-স্বজনের বাড়ি খোজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি,পরদিন সকালেই স্বামী আঃ সালাম কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, ২০০৯সালের জানুয়ারিতে উপজেলার বিষ্ণুপুর গ্রামের আঃরাজ্জাক মোড়লের কন্যা নিলিমা খাতুন (২৮)-এর সঙ্গে শেখপুরা গ্রামের মোঃ কালাচান গাজীর পুত্র মোঃ আঃ সালাম(৩৫)-এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ চলছিল। তবে সাংসারিক জীবনে তাদের সুমি খাতুন(৭)ও বৈশাখী(২)বছর দুইটি কন্যা সন্তান জন্ম নেয়। আঃ সালাম ইটভাটায় ও এলাকায় দিনমুজুরির কাজ করতেন।
সেই সুবাদে স্বামী কাজের সন্ধানে বের হলেই ঔদিন সকাল ৯ ঘটিকায় পিত্রালয়ে যাওয়ার কথাবলে কন্যসন্তানদের সাথে নিয়ে বাড়ি থেকে বেরহন। এসময় স্বামী আঃ সালামের গচ্ছিত রাখা গরু ও ব্যাটারী ভ্যানগাড়ী বিক্রিত এবং কাজের টাকা ০১টি টার্চ মোবাইলসহ সর্বমোট ১,৩০,০০০/- টাকা ও স্বর্ণের অলঙ্কার নিয়ে যান।
এদিকে উধাও হওয়ার পর থেকেই স্ত্রী নিলিমা খাতুনের সাথে থাকা ২টি মোবাইল ফোন নাম্বার বন্ধ রয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এদিকে স্বামী আঃ সালাম জানিয়েছেন, মোঃ মনিরুল ইসলাম(৩৫),পিতা- অজ্ঞাত, সাং-বিনেরপোতা,থানা ও জেলা সাতক্ষীরা,নামে পরকীয়া এক প্রেমিকের হাত ধরে দুই কন্যসন্তানসহ পালিয়ে যান তার স্ত্রী নিলিমা।
কেশবপুর থানার ওসি মোঃ মফিজুর রহমান জানান, গৃহবধূ উধাওয়ের ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।